নিজস্ব প্রতিবেদক
উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহন চলছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ভোট গ্রহন শুরু হয়েছে। উৎসব মুখর পরিবেশে ভোটাররা দুপুর ১ টা পর্যন্ত ৫০ শতাংশ ভোট প্রদান করেছেন। ভোট গ্রহন চলবে বিকাল ৪ টা পর্যন্ত। এই নির্বাচনে আইনজীবী সমিতির দুটি প্যানেল অংশ নিয়েছে। এরা হলেন, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও সমমনা সমর্থিত প্যানেল টিপু-জাহিদ ও আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত প্যানেল হাই – আলতাফ।
বাগেরহাট আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার এ্যাড হামিদ মোল্লা বলেন, এবার দুটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১৪ টি পদের অনুকুলে ৩৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন। এছাড়া এ নির্বাচনে জুনিয়র সহসভাপতি পদে মো. সলিমুল্লাহ শেখ সেলিম বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।