নদীর সাথে ভাবনা মেলাই
নদীর মত হই
সবুজ ঘাষে মুখ লুকিয়ে
সবুজ হয়ে রই।।
নীল আকাশে নীলের সাথে
বন্ধু হতে চাই
আকাশ ভরা তারার সাথে
মিষ্টি গান গাই।।
ঘুরবো আমি হাওয়ার সাথে
বনের শিমানাতে
বনের শেষে মাঠের গায়ে
উঠবো ফুলের রথে।।
সব শেষে যাবো আমি আমি
হলুদ শরশের দেশে
শরশে ফুলের রং মেখে
সাজবো নতুন সাজে।।