বিপুল শক্তি নিয়ে ভারতের ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ফণী। ভারতীয় আবহাওয়াবিদরা বলছে ঘণ্টায় ১৭০ কিলোমিটার বাতাসের শক্তি ও হাজার কিলোমিটার ব্যাসের বিস্তার নিয়ে এ ঝড় শুক্রবার দুপুর নাগাদ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।
উত্তরমুখী গতিপথ ধরে রাখলে শনিবার সকাল নাগাদ কিছুটা দুর্বল হয়ে ফণী হানা দিতে পারে বাংলাদেশের সীমানায়। দুর্যোগ মোকাবিলায় বুধবার থেকেই বিপুল প্রস্তুতি শুরু করেছে ভারত ও বাংলাদেশ সরকার। সতর্কতা জারি করা হয়েছে বঙ্গোপসাগরের তীরবর্তী ভারতীয় রাজ্য অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বেশ কিছু জেলায় । সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।