বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা এলাকায় শুক্রবার রাতে কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে দেল জাহান শেখ (৫০) নামের এক মাদ্রাসার নৈশ প্রহরী নিহত হয়েছেন। জানা গেছে, গৌরম্ভা ইউনিয়নের হযরত আবুবক্কার সিদ্দিকীয়া আলীম মাদ্রাসার একটি কক্ষে বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে দেলজাহান মারা যায়। সে গৌরম্ভা গ্রামের শাহাজান সেখের ছেলে। গৌরম্ভা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, দেলজাহান ওই মাদ্রাসার নৈশ প্রহরী। রাতে একটি কক্ষে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে মারা যান। মাদ্রাসার একজন শিক্ষক বিষয়টি দেখতে পেয়ে সকল কে ডাকাডাকি করে কক্ষের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করা হয়। রামপাল থানার ওসি মোঃ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।