মামুন আহমেদ
বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাজ ডেঙ্গুতে আক্রন্ত হয়েছেন। তিনি পবিত্র ঈদুল আযাহার আগের দিন ডেঙ্গুতে আক্রন্ত হয়ে প্রথমে বাগেরহাটে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বুধবার (১৪ আগষ্ট) তার অবস্থার উন্নতি হলে পরবর্তি চিৎকিসার জন্য তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজের মা তালুকদার রীনা সুলতানা বলেন, ঈদের আগে দিন রাজের জ্বর আসলে রক্ত পরীক্ষা করে ডেঙ্গু হয়েছে বলে ডাক্তাররা জানান। এখন তার অবস্থা আগের থেকে ভালো। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবে।
এদিকে সাংবাদিক রাকিবুল ইসলাম রাজের আশু রোগমুক্তির জন্য তার পিতা-মাতাসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ দোয়া কামনা করেছেন।