নিজস্ব প্রতিবেদক
সুন্দরবনের ভোলা নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ কাঠ ব্যাসায়ী ও ট্রলার মালিক মানোয়ার হাওলাদারের মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সুন্দরবনের খারছিলা এলাকায় জেলেদের জালে মানোয়ার হাওলাদারের মরদেহ পাওয়া যায়। সে বাগেরহটের মোরেলগঞ্জ উপজেলার পিসি বারুইখালী গ্রামের মোনাফছের হাওলাদারের ছেলে। মনোয়ারের দুই স্ত্রী ও ৩ সন্তান রয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও ডিফেন্সের উপ সহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, পরিবার সূত্রে জেনেছি রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১ টার দিকে মোংলা থেকে কাঠ নিয়ে নিজের ট্রলার চালিয়ে বাড়ি ফেরার পথে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয় মনোয়ার। তাকে উদ্ধার করতে সোমবরা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার সকালে জেলেদের জালে আটকা পড়ে মনোয়ারের মরদেহ। পরে আমরা মনোয়ারের মরদেহ মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করেছি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ভোলা নদীতে নিখোঁজ মনোয়ারের লাশ পাওয়া গেছে। তার মৃত্যুর বিষয়ে কারো কোন অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।