নিজস্ব প্রতিবেদক. নারীর রাজনৈতিক ক্ষমতায়নে ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের সাধে নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ মতবিনিময় সভা করেছেন।বাগেরহাট সদর উপজেলা পরিষদের অর্থায়নে এবং নারী উন্নয়ন ফোরামের আয়োজনে বাগেরহাট সদর উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। অনুষ্ঠানে বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র এবং কাউন্সিলর তানিয়া খাতুন, নারী উন্নয়ন ফোরামের সেক্রেটারী রাবেয়া রহমান, ট্রেজারার মমতা সেন, রূপান্তরের সমন্বয়কারী শিল্পি আক্তারসহ আরও অঅনেকে উপস্থিত ছিলেন।
বাগেরহাট সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রতিষ্ঠা, নারী নেতৃত্বকে দৃশ্যমান করা, নারীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, নারী শিক্ষা বিস্তার এবং নারী নির্যাতন বন্ধে কাজ করে যাচ্ছে।