মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বন্দর জেটিতে নির্বিঘ্নে জাহাজ আগমন নিশ্চিত করতে ৭শ ৯৩ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে ইনারবার ড্রেজিং প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এই হুশিয়ারূ দেন।
তিনি আরও বলেন, জামাত-বিএনপি হোট সরকার মোংলা বন্দরকে একটি মৃত বন্দর বানিয়ে ফেলেছিল। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে এই বন্দরের ব্যাপক উন্নয়ন হয়েছে। বন্দরের কার্যকারিতা কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। কয়েক হাজার কোটি টাকার উনয়ন প্রকল্প চলমান রয়েছে। অদূর ভবিষ্যতে পদ্মদ সেতু নির্মান শেষ হলে এই বন্দরের ব্যস্ততা আরও বৃদ্ধি পাবে। যার ফলে দক্ষিনাঞ্চলের মানুষের ব্যাপক আর্থিক উন্নয়ন ঘটবে বলে দাবি করেন মেয়র তালুকদার আব্দুল খালেক।
শনিবার (১৩ মার্চ) দুপুরে মোংলার জয়মনির গোল নামক স্থানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নৌপরিবন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের হাবিবুন নাহার, এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।