সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়ো এই স্লোগানে বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলকে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কয়েকশ নারী পুরুষ অংশ নেন।
অংশ নেয়া সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে ছিল মহিলা পরিষদ, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, উপজেলা নারী উন্নয়ন ফোরাম, রুপান্তর, সনাক, প্রেসক্লাব, ব্রাক, নার্সিং ইনস্টিটিউট, অগ্রযাত্রা, জাতীয় মহিলা সংস্থা।
এছাড়াও দিবসটি উপলক্ষে সন্ধ্যায় বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও আধার ভাঙ্গার শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও জেলায় কর্মরত এনজিও।
মানববন্ধনে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের উপ পরিচালক হাসনা হেনা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুজ্জামান, জেলা প্রশাসনের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের ফোকালপার্সন ও বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের জেলা সমন্বয়কারি রিজিয়া পারভীন প্রমূখ।