মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি. বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কচুড়িয়া এলাকায় গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ড-এর পক্ষ থেকে কচুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘের মাধ্যমে এই মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
রবিবার (২৫ জানুয়ারি) শীতার্ত ও দুঃস্থ মানুষের কষ্ট লাঘবে কচুড়িয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ড কচুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘকে কম্বল প্রদান করেন। পাশাপাশি সংগঠনের নিজস্ব উদ্যোগে কয়েক বস্তা চালও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
কচুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘের তত্ত্বাবধানে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের হাতে এসব কম্বল ও চাল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কচুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘের সভাপতি মাওলানা মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মোঃ কাফি হাসান বশার, দপ্তর সম্পাদক হানিফ শেখ, কোষাধ্যক্ষ আব্দুল জব্বার শেখ, সহ-সভাপতি উজ্জলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। উপজেলা নির্বাহী অফিসারের মানবিক সহযোগিতা ও সংগঠনের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয়রা এই মানবিক উদ্যোগের জন্য উপজেলা প্রশাসন ও কচুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।