নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে মৎস ঘেরে বিষ দিয়ে মাছ লুট করার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার রঞ্জিতপুর এলাকায় সুশান্ত দাসের চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ সুশান্ত দাস জানান, গত কয়েকদিন ধরে পার্শ্ববর্তী রামপাল এলাকার হাসান হোসেন বাহিনীর লোকজন আমার ভাইদের ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় শনিবার গভীর রাতে আমাদের চিংড়ি ঘেরের কর্মচারী ও পার্শ্ববর্তী ঘেরের কর্মচারী চারজনকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে জিম্মি করে। পরে তারা ঘেরে বিষ দিয়ে মাছ মেরে নেয়। এতে প্রায় আমার ৫ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্থ হয়েছি।
তিনি আরও জানান, মাছ লুট করে নেওয়ার পরও যাবার সময় চাঁদা না দিলে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। স্থানীয় ফাড়ি পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। প্রশাসনের কাছে এর ন্যায়বিচার চাই।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আলাউদ্দিন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।