নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান জেলা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিম।তিনি জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বাগেরহাটের খান জাহান আলী (রহ.) মাজার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জনসভাকে ঘিরে জেলা জামায়াতের নেতৃবৃন্দ ইতোমধ্যে সভাস্থল পরিদর্শন করেছেন এবং সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করছেন। আয়োজকরা জানান, সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। সমাবেশ চলাকালে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।
বাগেরহাট-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বলেন, খান জাহান আলীর এই পবিত্র মাটিতে জামায়াতের আমির প্রথমবারের মতো আসছেন। এ কারণে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা রয়েছে। জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রেজাউল করিম আরও জানান, এ জনসভাকে কেন্দ্র করে জেলার নয়টি উপজেলা থেকে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। সভাস্থল সাজানোসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। বিকাল তিনটায় জনসভায় যোগ দেবেন জামায়াত আমির।
এদিকে জনসভাকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাগেরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, জামায়াতের জনসভাকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।