মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে; বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলাম মোল্লাহাটে গরীব-অসহায়দের মাঝে কম্বল ও চাল বিতরণ জামিনেও উচ্ছাস নেই স্ত্রী-সন্তান হারা সাদ্দামের পরিবারে স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামের হাইকোর্টে জামিন, স্বজন ও এলাকাবাসি সন্তোষ পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে বাগেরহাটে মতবিনিময় সভা, মানববন্ধন ও সংসদ নির্বাচনের প্রার্থীদের হাতে পৃথক ভাবে ২ টি স্মারকলিপিতে ২৯ দফা দাবিনামা তুলে দেওয়ার ঘোষণা সাদ্দামের লগে কি করছস বলে বাগেরহাটের ডিসি-এসপিকে ফোনে ‘হুমকি’ বাগেরহাটে জামায়াত আমিরের জনসভা ঘিরে প্রস্তুতি, লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা বাগেরহাটে সাদ্দামের প্যারোল আবেদন এবং মুক্তি না মেলার কারণ সম্পর্কে যা জানা গেল বাগেরহাট-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আ. ওয়াদুদ এর নির্বাচনী জনসভা চিতলমারীতে সেনাবাহিনীর যৌথ অভিযান মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

মোল্লাহাটে গরীব-অসহায়দের মাঝে কম্বল ও চাল বিতরণ

রিপোর্টার- / ৭ পড়া হয়েছে
সময়- সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি. বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কচুড়িয়া এলাকায় গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ড-এর পক্ষ থেকে কচুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘের মাধ্যমে এই মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
রবিবার (২৫ জানুয়ারি) শীতার্ত ও দুঃস্থ মানুষের কষ্ট লাঘবে কচুড়িয়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ড কচুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘকে কম্বল প্রদান করেন। পাশাপাশি সংগঠনের নিজস্ব উদ্যোগে কয়েক বস্তা চালও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
কচুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘের তত্ত্বাবধানে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের হাতে এসব কম্বল ও চাল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কচুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘের সভাপতি মাওলানা মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মোঃ কাফি হাসান বশার, দপ্তর সম্পাদক হানিফ শেখ, কোষাধ্যক্ষ আব্দুল জব্বার শেখ, সহ-সভাপতি উজ্জলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। উপজেলা নির্বাহী অফিসারের মানবিক সহযোগিতা ও সংগঠনের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয়রা এই মানবিক উদ্যোগের জন্য উপজেলা প্রশাসন ও কচুড়িয়া হিলফুল ফুজুল যুব সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ