মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে; বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলাম মোল্লাহাটে গরীব-অসহায়দের মাঝে কম্বল ও চাল বিতরণ জামিনেও উচ্ছাস নেই স্ত্রী-সন্তান হারা সাদ্দামের পরিবারে স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামের হাইকোর্টে জামিন, স্বজন ও এলাকাবাসি সন্তোষ পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে বাগেরহাটে মতবিনিময় সভা, মানববন্ধন ও সংসদ নির্বাচনের প্রার্থীদের হাতে পৃথক ভাবে ২ টি স্মারকলিপিতে ২৯ দফা দাবিনামা তুলে দেওয়ার ঘোষণা সাদ্দামের লগে কি করছস বলে বাগেরহাটের ডিসি-এসপিকে ফোনে ‘হুমকি’ বাগেরহাটে জামায়াত আমিরের জনসভা ঘিরে প্রস্তুতি, লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা বাগেরহাটে সাদ্দামের প্যারোল আবেদন এবং মুক্তি না মেলার কারণ সম্পর্কে যা জানা গেল বাগেরহাট-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আ. ওয়াদুদ এর নির্বাচনী জনসভা চিতলমারীতে সেনাবাহিনীর যৌথ অভিযান মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে; বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলাম

রিপোর্টার- / ১০ পড়া হয়েছে
সময়- সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা. বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সকল মানুষের জন্য সর্বাগ্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সকল মানুষ রাষ্ট্রের সকল অধিকার নির্ভীঘ্নে ভোগ করবেন। কারো প্রতি বৈশম্যমুলক আচারণ করা হবে না। নারীদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান কাজ করছে বিএনপি। তিনি আরো বলেন, আমরা আপনাদের পাশে আছি। গত ২০ বছর ধরে আপনাদের সেবা করার চেষ্টা করছি। আগামীতেও আপনাদের সেবা করবো ইনশাল্লাহ। আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে থেকেছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করা হলে আমরা মোংলা বন্দরকে আধুনিকায়ন, ইপিজেড সচল, কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে। আপানারা আমাকে সমর্থন দিবেন সেই প্রত্যাশা করছি। আপনাদের মূল্যবান ভোট দিয়ে পাশে থাকবেন, এজন্য সবার সহযোগীতা কামনা করছি।
সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন শেখ ফরিদুল ইসলাম।
পেড়িখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অথিতির বক্তব্য দেন বিএনপি দলীয় মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান পিয়ালেন সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ মোতাহার আলী, ছাত্র মোহাইমিনুল ইসলাম তালহা, উপজেলা যুবদলের সভাপতি মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, মহিউদ্দিন কচি, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।  সভায় পেড়িখালী ইউনিয়নের সকল ওয়ার্ডের বিপুল সংখ্যক নারীপুরুষ ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অথিতির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলাম তার বক্তব্যে আরো বলেন, বাগেরহাট-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ