শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের মোল্লাহাটে কৃষি জমি ও মৎস্য ঘের দখলের অভিযোগ ভারতের কারাগারে থাকা ১২৮ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর বাগেরহাটে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা,গাজা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটে বিএনপি নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে হামলা, আহত ৫  কালো চিলের রং ধারণ করে ছো মেরে ভোট ছিনিয়ে নিতে চাইলে, ডানাসহ ছিড়ে ফেলবেন-জামায়াত আমীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে; বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলাম মোল্লাহাটে গরীব-অসহায়দের মাঝে কম্বল ও চাল বিতরণ জামিনেও উচ্ছাস নেই স্ত্রী-সন্তান হারা সাদ্দামের পরিবারে স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামের হাইকোর্টে জামিন, স্বজন ও এলাকাবাসি সন্তোষ পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে বাগেরহাটে মতবিনিময় সভা, মানববন্ধন ও সংসদ নির্বাচনের প্রার্থীদের হাতে পৃথক ভাবে ২ টি স্মারকলিপিতে ২৯ দফা দাবিনামা তুলে দেওয়ার ঘোষণা

বাগেরহাটের মোল্লাহাটে কৃষি জমি ও মৎস্য ঘের দখলের অভিযোগ

রিপোর্টার- / ৬ পড়া হয়েছে
সময়- শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোল্লাহাটে কৃষি জমি ও মৎস্য ঘের দখলের অভিযোগ উঠেছে আজিজুল শেখ নামের এক দখলবাজের বিরুদ্ধে। এঘটনায় মোল্লাহাট থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি জমির লীজ গ্রহীতা বাশার শেখ। কৃষিজমি ও ঘের ফেরত পেতে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

অভিযোগে জানা যায় মোল্লাহাট উপজেলার ঘোষগাতী গ্রামের এম. ডি. আলী আহম্মেদের কাছ থেকে ৩ বিঘা জমি  ও পাশর্বতী  শাহজাহান শেখ এর নিকট থেকে ২ বিঘাসহ মোট ৫ বিঘা জমি বাশার শেখ ৩ বছরের জন্য চিংড়ি চাষ ও কৃষি জমি ব্যবহারের জন্য লীজ নেয়।  চলতি বছরের জানুয়ারি থেকে আগামী ২০২৮ সালের  ডিসেম্বর পর্যন্ত তিন বছরের চুক্তি করে নেয়া হয়। চুক্তির পর ওই জমিতে চাষাবাদ করতে গেলে আজিজুল শেখ বাঁধা দেয়। এরপর থেকে কয়েক দফায় এ নিয়ে শালিস বৈঠক হলেও কোনো প্রতিকার মেলেনি। এক পর্যায়ে মোল্লাহাট থানায় জমির দখল বুঝে পেতে অভিযোগ দায়ের করা হয়। তারপরও বিভিন্ন অজুহাত দিয়ে ওই জমিতে বীজতলা তৈরি করছে। লীজকৃত জমি ফেরত পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এদিকে জমির মালিক আলী আহম্মেদ জানান, আজিজুল আমার কাছ থেকে মৌখিকভাবে তিন বিঘা জমি এক বছরের জন্য লীজ নয়। কিন্তু টাকা নিয়ে তালবাহানা করতে থাকায় এবার আজিজুলকে জমি লিজ  না দিয়ে বাশার শেখকে লিখিত আকারে চুক্তির মাধ্যমে ৩ বছরের জন্য লীজ দেই। কিন্তু একটি কুচক্রী মহলের সহায়তায় আজিজুল শেখ  ওই জমি ছেড়ে না দিয়ে দখল করে বীজ বপন করছে। আমি ওই জমি প্রকৃত লীজ দাতাকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এদিকে অভিযুক্ত আজিজুল শেখ বলেন, মৌখিক ভাবে লীজ নেই, ওই জমিতে আমার মাছ এবং ধান রয়েছে, নিয়ম অনুযায়ী চৈত্র মাসের শেষে আমি জমি ছেড়ে দেব।

মোল্লাহাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, জমি নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত সংঘর্ষ এড়াতে দুই পক্ষকে আপাতত জমিতে না যাওয়ার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ