শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে আট দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুন্দরবনে হৃদরোগে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু বাগেরহাটে শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এইচ সেলিমের পক্ষে দোয়া চাইলেন ছেলে মেহেদী হাসান প্রিন্স রামপালে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোল্লাহাটে বিএনপি দোয়া মাহফিল শরণখোলায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু যে ভাবে উদ্ধার করা হল সুন্দরবনে ফাঁদে আটকা পড়া রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে বাঘ, ট্যাংকুলাইজার করে উদ্ধার করা হবে বাঘটি  সুন্দরবনে দস্যুদের হাতে রিসোর্ট মালিকসহ তিন পর্যটক অপহৃত 

সুন্দরবনে দস্যুদের হাতে রিসোর্ট মালিকসহ তিন পর্যটক অপহৃত 

রিপোর্টার- / ১৪ পড়া হয়েছে
সময়- রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. সুন্দরবনে রিসোর্ট মালিকসহ  তিন পর্যটক অপহৃত হয়েছে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল হতে তাদের অপহরন করে নিয়েছে সশস্ত্র বনদস্যু বাহিনী।
 অপহৃত দুই পর্যটক রাজধানী ঢাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে অপহরনের শিকার পর্যটকদের ভাগ্যে কি জুটেছে তা তা নিশ্চিত করে কেউ জানাতে পারেনি। খুলনা জেলার দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো: আতিকুর রহমান শনিবার(৩ জানুয়ারি) রাতে  নিশ্চিত করেছেন।
বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার নারী-পুরুষ সহ ৪ পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। এদিন দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত ‘রিসোর্ট গোলকানন’ এ বুকিং নিয়ে রাত যাপনের ওঠেন। পরে বিকালে গোলকানন রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ ৪ পর্যটক নৌকায় চড়ে বনের ছোট খালে ঘুরতে বের হন। রিসোর্ট সংলগ্ন ওই খাল হতে নারী সহ ৫ জনকে তুলে নেয় সশস্ত্র দস্যুরা। রাতে দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেয় দেয় দস্যুরা। তবে রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে।
 জিম্মি থাকা পর্যটকদের কাছে দস্যুরা মুক্তিপন দাবি করেছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রিসোর্ট মালিকের ছোট ভাই উত্তম বাছাড়।
এ ঘটনা শুনেছেন বলে জানিয়েছেন বনবিভাগের ঢাংমারী স্টেশন  কর্মকর্তা সুরজিৎ চৌধুরী। তবে কোন দস্যু বাহিনী এ পর্যটকদের অপহর করেছে তা নিশ্চিত করে জানাতে পারেননি । বনে পর্যটক অপহরনের ঘটনায়, শনিবার দিনব্যাপী রিসোর্ট এলাকায় কোন ট্যুর নৌযান কিংবা পর্যটক যাতায়াত করেনি। পর্যটকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছন স্থানীয়রা। এ প্রসঙ্গে খুলনা জেলার দাকোপ থানার অফিসার ইনচার্জ( ওসি)  মো: আতিকুর রহমান জানান, সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিক ও দুই পর্যটককে উদ্ধারে থানা ও নৌপুলিশ এবং কোস্টগার্ড যৌথ অভিযান চালাছে। অপহৃত দুই পর্যটক নাম  মো: সোহেল ও জনি বলে জানান।তাদের বাড়ি ঢাকা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ