নিজস্ব প্রতিবেদক. গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার প্রতিবাদ ও হামলাকারীদের আটক পূর্বক শাস্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
শনিবার বিকেল ৪টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
এসময়, বক্তব্য দেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকর বিষয়ক সম্পাদক ফাতেমা রেসা, জেলা কমটির যুগ্ন সাধারণ সম্পাদক ফিরোজ রেজা, বাগেরহাট যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সজীব সরদার, বাগেরহাট ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ ইমরান শেখ প্রমুখ।
বক্তারা বলেন, গণধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে আমাদের নেতা নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হামলাকারীদের আটক করে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা।