নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন, চারটি আসন পুনর্বহাল ও গনহত্যার বিচারের দাবিতে গন সমাবেশ উপলক্ষে গনমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা করেছে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে এই সভা হয়। এসময়, ইসলামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবি শেখ আতিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মুজাহিদ কমিটির সেক্রেটারি মাওলানা নাসরুল্লাহসহ নেতাকর্মীরা উপস্থিত।
দলটির নেতারা জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট রেল রোড চত্বরে রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন, চারটি আসন পুনর্বহাল, গনহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গন সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এছাড়া বক্তারা পিআর পদ্ধতি ও চারটি আসন বহাল রাখার বিষয়ে নানা যুক্তি তুলে ধরেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বলেন, শনিবারের সমাবেশ উপলক্ষে আমরা সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। সবকিছু সুষ্ঠুভাবেই হবে। এছাড়া সমাবেশে আমরা রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন, চারটি আসন পুনর্বহাল ও গনহত্যার বিচারের দাবিতে আরও বেশি জনমত ঘটনের চেষ্টা করা হবে।
এদিকে বাগেরহাটে চারটি আসন রক্ষার স্বার্থে উচ্চ আদালতে রিট করার ঘোষনা দেন মতবিনিময় সভায় উপস্থিত ইসলামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি শেখ আতিয়ার রহমান।
তিনি বলেন, চারটি আসন বাগেরহাটবাসীর অধিকার। আর অধিকার রক্ষার জন্য উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। বাগেরহাটবাসীর পক্ষে আমি খুব শীঘ্রই বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে রিট করবো।