শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে আট দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুন্দরবনে হৃদরোগে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু বাগেরহাটে শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এইচ সেলিমের পক্ষে দোয়া চাইলেন ছেলে মেহেদী হাসান প্রিন্স রামপালে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মোল্লাহাটে বিএনপি দোয়া মাহফিল শরণখোলায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু যে ভাবে উদ্ধার করা হল সুন্দরবনে ফাঁদে আটকা পড়া রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে বাঘ, ট্যাংকুলাইজার করে উদ্ধার করা হবে বাঘটি  সুন্দরবনে দস্যুদের হাতে রিসোর্ট মালিকসহ তিন পর্যটক অপহৃত 

বাংলাদেশ নিয়ে আমার একটি পরিকল্পনা আছে : তারেক রহমান

রিপোর্টার- / ৬৪ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আই হ্যাভ অ্যা প্লান। সেই প্ল্যানটা হলো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে। আমরা বাংলাদেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

 
তিনি বলেন, ‘আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যা একজন মা দেখেন। অর্থাৎ, একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়তে চাই; যেখানে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারবে এবং নিরাপদে ঘরে ফিরে আসতে পারবে।’
এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ সময় পর প্রিয় মাতৃভূমিতে পা রেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। বিমানবন্দর থেকে বের হয়েই তিনি মাটির ওপর বসে পড়েন এবং দু-হাত দিয়ে জন্মভূমির মাটি ছুঁয়ে দেখেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে এক অশ্রুসিক্ত ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে ফুল দিয়ে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি স্থায়ী কমিটির সদস্য ও উপস্থিত শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

বিমানবন্দর থেকে ‘বাংলাদেশ’ লেখা একটি লাল-সবুজ বুলেটপ্রুফ বাসে চড়ে তারেক রহমান অনুষ্ঠানস্থলে রওনা হন। বেলা ৩টা ৫০ মিনিটে তিনি সভামঞ্চে পৌঁছালে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে গগনবিদারী স্লোগানে। ৩টা ৫৮ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় আয়োজিত এই সংবর্ধনা জনসমুদ্রে রূপ নেয়, যা সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

বক্তৃতার শেষ পর্যায়ে তারেক রহমান দলমত নির্বিশেষে নতুন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ