কচুয়া প্রতিনিধি. বাগেরহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর দ্বিতীয় দিনে নানা কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে জেলার কচুয়া উপজেলার গোপালপুর-টেংড়াখালি সড়কে তালের বীজ রোপন করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খান মনিরুল ইসলাম। এসময়, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান খান শহিদুজ্জামান মিল্টন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এদিন বিষখালী, গোপালপুর, পদ্মনগরসহ বিভিন্ন স্থানে ৫ শতাধিক তালগাছ রোপন করা হয়। পর্যায়ক্রমে বজ্রপাত কমাতে উপজেলার ৭টি ইউনিয়নে ৫ হাজার তালের বিঁচি রোপন করা হবে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খান মনিরুল ইসলাম।