নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিশু একাডেমীর উদ্যোগে দুইদিন ব্যাপী রচনা, হামদ নাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে শিশু একাডেমী প্রাঙ্গণে প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ শিক্ষার্থী অংশ নেয়।
বাগেরহাট জেলা শিশু বিষয়ক র্কমর্কতা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময়ে বক্তব্য দেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, সহকারী কমিশনার মোঃ আদনান জুলফিকার, সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ, জেলা শিশু বিষয়ক র্কমর্কতা শেখ আসাদুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান। এছাড়া জেলার বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিভাবকের উপস্থিতিতে প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।