বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পিআর পদ্বতিসহ ৫ দফা দাবীতে বাগেরহাটে তিন ইসলামী দলের পৃথক বিক্ষোভ কর্মসুচি ১৭ বছর পর বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রামপালে মহিলাদের কর্মসংস্থানে কাজ করা হচ্ছে উঠান বৈঠকে -ড. শেখ ফরিদুল ইসলাম ধর্মীয় সম্প্রীতির উৎসবে হিন্দু-মুসলিমের মিলন মেলা বাগেরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বাগেরহাটে ডেঙ্গুতে যুবকের মৃত্যু ফকিরহাটে পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু ফকিরহাটে ইঁদুর দমন মাসব্যাপি বিশেষ অভিযানে নেমেছে কৃষি বিভাগ চীনে নদী সম্মেলনে যাচ্ছেন বাগেরহাটের পরিবেশযোদ্ধা নূর আলম দস্যু আতঙ্ক নিয়ে দুবলার চরে শুঁটকি পল্লীতে যাচ্ছে জেলেরা

বাগেরহাটে হারতালে প্রভাব পড়ছে পর্যটন খাতে

রিপোর্টার- / ১৭ পড়া হয়েছে
সময়- বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. আসন পুনর্বহালের দাবিতে চলমান টানা ৪৮ ঘণ্টার হরতালে বাগেরহাটের পর্যটন খাতে বিরূপ প্রভাব পড়েছে। দেশের ৩টি বিশ্ব ঐতিহ্যের মধ্যে দুটি বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদ  ও সুন্দরবন। হরতালের কারনে সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্র সব জায়গায় পর্যটকের সমাগম কমে গেছে। ফলে স্থানীয় দোকানি, ট্যুরিজম ব্যবসায়ীসহ জড়িতদের জীবিকায় নেমেছে মন্দাভাব ।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া হরতালে এখনো পর্যন্ত পর্যটন এলাকাগুলো প্রায় ফাঁকা। এতে মন্দাভা দেখা দিয়েছে ব্যবসায়ীদের মধ্যে। ষাট গম্বুজ মসজিদের সামনে দোকান চালানো আব্দুল হাকিম বলেন, সাধারণত এই সময় অনেক ভ্রমণকারী আসেন। কিন্তু হরতাল শুরুর পর থেকে বিক্রি একেবারেই নেই। দোকান খোলা রাখলেও ক্রেতা নেই। সংসার চালানোই কষ্ট হয়ে যাচ্ছে।আরেক দোকানি রহিমা বেগম বলেন, আমরা যারা দিন আনে দিন খাই, তাদের জন্য হরতাল বড় ভোগান্তি। সকাল থেকে এখন পর্যন্ত এক কাপ চাও বিক্রি হয়নি।ষাটগম্বুজ মসজিদের সামনে দোকান গোলপাতার ফল বিক্রি করা  আব্দুল হাকিম বলেন, সাধারণত এই সময় অনেক ভ্রমণকারী আসেন। কিন্তু হরতাল শুরুর পর থেকে বিক্রি একেবারেই নেই। দোকান খোলা রাখলেও ক্রেতা নেই। সংসার চালানোই কষ্ট হয়ে যাচ্ছে।ষাট গম্বুজ মসজিদ প্রত্নতত্ত্ব অধিদফতরের কাস্টডিয়ান মো. যায়েদ বলেন, হরতালের কারণে দর্শনার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে। প্রতিদিন যেখানে শত শত মানুষ আসতো ষাটগম্বুজ দেখতে। এখন সেখানে হাতেগোনা কয়েক জন আসছেন। এতে রাজস্ব আয়ের ক্ষেত্রেও প্রভাব পড়ছে।

এদিকে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, দিনে এসে সুন্দরবন ভ্রমন করে দিনে ফিরে যেতো যে দর্শনার্থীরা।  হরতালের কারণে সে সকল দর্শনার্থীরা এখন আর আসতে পারছে না। যার ফলে সুন্দরবনের পর্যটন কেন্দ্র করমজলে শূন্যের কোঠায় নেমে এসেছে। সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

গেল ৩০ জুলাই নির্বাচন কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয়। বাগেরহাটবাসী আপত্তি জানালেও ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেটে তিনটি আসন বহাল রাখে ইসি। এতে ক্ষোভ প্রকাশ করে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। নতুন গেজেট অনুযায়ী আসন তিনটি হলো—বাগেরহাট-১ (বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট), বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) ও বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)। অথচ দীর্ঘদিন ধরে জেলায় চারটি আসনে নির্বাচন হয়ে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ