নিজস্ব প্রতিবেদক. সুন্দরবন থেকে বনদস্যু রাঙ্গা বাহিনীর দুই সদস্যকে আটক এবং তাদের কাছে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সুন্দরবনের আদাছগি এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। সেই সাথে জিম্মি ৯ জেলেকে উদ্ধার করে কোস্টগার্ডের সদস্যরা। ওই এলাকা থেকে ২ টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং ১ টি দেশীয় অস্ত্রসহ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালি গ্রামের মৃত খবির মোল্লার ছেলে বনদস্যু নাসির মোল্লা (৩১) এবং খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাইংমারি গ্রামের মৃত আদু সরদারের ছেলে মিন্টু সরদার (৪০)।
উদ্ধার জেলেরা হচ্ছেন, খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালি গ্রামের মো:রমজান মোড়ল, শামীম শেখ, হান্নান শেখ, আবু হুরাই ,আজগার শেখ, আতাউর শেখ, আইয়ুব আলী শেখ, মো:ইউনুস, কয়রা উপজেলার বাঘবা গ্রামের জাফর মল্লিক এবং বাটিয়াঘাটা উপজেলার বারভূঁইয়া গ্রামের মো:শুক্কুর আলী শেখ।
উদ্ধার জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গিয়েছিলেন। মাছ ও কাকড়া আহরণ শেষে ফেরার পথে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে ফেরার সময় রাঙ্গা বাহিনী তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করেন দস্যুরা।
কোস্টগার্ডের যুদ্ধ জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লেঃ মোঃ তানভীর উদ্দিন প্রান্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুই দস্যুকে আটক করা হয়েছে। জিম্মি করে রাখা ৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর ও দস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।