সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে সাদ্দামের প্যারোল আবেদন এবং মুক্তি না মেলার কারণ সম্পর্কে যা জানা গেল বাগেরহাট-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আ. ওয়াদুদ এর নির্বাচনী জনসভা চিতলমারীতে সেনাবাহিনীর যৌথ অভিযান মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার জুলাই শহীদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে –শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বাগেরহাটে পানিতে চুবিয়ে  সন্তানকে হত্যার পর ছাত্রলীগ সভাপতির স্ত্রীর আত্মহত্যা রামপালে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী প্রচারণায় শুরু বাগেরহাটে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ চেকপোস্ট, ২৪ ঘণ্টা তল্লাশি কার্যক্রম বাগেরহাটে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক খেলাফত মজলিসের মামুনুল হকসহ বাগেরহাটে ৬ জনের প্রার্থীতা প্রত্যাহার  বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে শীতার্তদের ২ হাজার কম্বল বিতরণ 

রামপালে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী প্রচারণায় শুরু

রিপোর্টার- / ১৮ পড়া হয়েছে
সময়- শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে জাতীয় সংসদ নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। শুক্রবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধানের শীষ প্রতীক প্রচারণায় অংশ নেন। বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদুল ইসলামের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল্লাহ আজমীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রচারণা সভায় প্রধান অথিতির বক্তব্য দেন বিএনপি দলীয় মনোনিত সংসদ সদস্য প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাবেক বিচারক শেখ জালাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট বোরহান খান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টে সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, যুবদলের সভাপতি মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।সভায় বাশতলী ইউনিয়নের সকল ওয়ার্ডের বিপুল হাজার হাজার নারীপুরুষ ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি বলেন, বাগেরহাট-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ ও গণমুখী কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা অব্যাহত থাকবে এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ জোরদার করা হবে।
এদিকে শুক্রবার দুপুরে বাগেরহাট-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ কচুয়া উপজেলার বিভিন্ন এলাকা গনসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালায়। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান ভোটারদের কাছে।
এদিকে বাগেরহাট ২ আসনের ধানের শীষের প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ জাকির হোসেনের এক জনসভায় বাগেরহাট খানজাহান আলী মাজার মোড়ে অনুষ্ঠিত হয়। তিনি ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নের সুযোগ দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। এ সময় হাজারো নেতাকর্মী ধানের শীষ প্রতীক নিয়ে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ