নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মিঠাপুকুরে এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো সাদেকুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলার নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান, বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ প্রমুখ।
বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ প্রমুখ বলেন, এ সাঁতার প্রতিযোগিতা থেকে ৪০ জন সাঁতারুকে বাছাই করে মাস ব্যাপী প্রশিক্ষণ দিব। সেখান থেকে যারা আবার ভালো করবে তাদেরকে ঢাকায় ক্রিয়া অধিদপ্তরের আয়োজনে সাঁতার প্রতিযোগিতায় নিয়ে যাব। সেখান থেকে আবার বাছাই করে বিকেএসপিতে একটি প্রশিক্ষণ দেওয়া হবে।
এ সময় ১৩টি স্কুল, মাদ্রাসা ও ক্লাবের শিক্ষার্থীরা সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় ১৯টি ইভেন্টে মোট ৫৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অভিভাবকের উপস্থিতিতে প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া অফিসার।