শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের কারাগারে থাকা ১২৮ জেলেকে পরিবারের কাছে হস্তান্তর বাগেরহাটে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা,গাজা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক বাগেরহাটে বিএনপি নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে হামলা, আহত ৫  কালো চিলের রং ধারণ করে ছো মেরে ভোট ছিনিয়ে নিতে চাইলে, ডানাসহ ছিড়ে ফেলবেন-জামায়াত আমীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে; বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলাম মোল্লাহাটে গরীব-অসহায়দের মাঝে কম্বল ও চাল বিতরণ জামিনেও উচ্ছাস নেই স্ত্রী-সন্তান হারা সাদ্দামের পরিবারে স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামের হাইকোর্টে জামিন, স্বজন ও এলাকাবাসি সন্তোষ পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে বাগেরহাটে মতবিনিময় সভা, মানববন্ধন ও সংসদ নির্বাচনের প্রার্থীদের হাতে পৃথক ভাবে ২ টি স্মারকলিপিতে ২৯ দফা দাবিনামা তুলে দেওয়ার ঘোষণা সাদ্দামের লগে কি করছস বলে বাগেরহাটের ডিসি-এসপিকে ফোনে ‘হুমকি’

বাগেরহাটে বিএনপি নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে হামলা, আহত ৫ 

রিপোর্টার- / ১৪ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় চিতলমারী থানার সামনে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় মানববন্ধনে অংশগ্রহণকারী অন্তত ৫ জন আহত হয়েছেন।  আহতরা হলেন, শীতল মন্ডল (৬২), সুরেন মজুমদার (৬৫), হাসিবুল বিশ্বাস (৫০), জানজার শেখ (৪৫) ও অজ্ঞাত এক নারী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছালে হামলাকারীরা সটকে পড়ে।

পরে দুপুর ১২ টার দিকে দুই কিলোমিটার দূরে পাটরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুনরায় জড়ো হয়ে আবারও মানববন্ধন পালন স্থানীয়রা।

মানববন্ধন বক্তারা বলেন, ‘মমিনুল হক টুলু বিশ্বাস বিএনপির নিবেদিত প্রাণ। সে ৪৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিগত ১৬ বছরে সে অসংখ্য মামলা, হামলা ও নির্মম নির্যাতনের শিকার হয়েছে। তাঁর স্ত্রী ও শিশু সন্তানরাও রেহাই পাননি। আজ দলের সুদিনের সময় কেন তাকে বহিস্কার করা হলো তা আমরা জানি না। বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের কাছের আমাদের আবেদন মমিনুল হক টুলু বিশ্বাসের বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার দাবি জানান তারা। একই সাথে তদন্তপূর্বক মানববন্ধনে হামলাকারীদের বিচার দাবি করেন তারা।

মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, আমাকে কেন বহিস্কার করা হল তা জানিনা। ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের সাথে নির্বাচনী প্রচারনা চলাকালে খবর পাই আমার বহিস্কারাদেশ। তবে কেন কি কারনে তা আমি জানি না। এটি একটি কুচক্রিমহল সড়যন্ত্রের অংশ। এখবরে আমাকে ভালো বাসে এমন শত শত নেতাকর্মী বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করে। মানববন্ধনে আসা নিরিহ নেতাকর্মীদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। আমার নেতা দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমার বহিস্কারাদেশ প্রত্যাহার ও হামলাকারীদের বিচার দাবি করেন জানাই।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে বিএনপি কপিল কৃষ্ণ মন্ডল, দলীয় স্বতন্ত্র প্রার্থী এমএ এইচ সেলিম ৮ জন প্রার্থী নির্বাচন রয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস ২৬ জানুয়ারি দল তাকে বহিস্কার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ