নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের ফকিরহাটে আওয়ামীলীগ নেত্রীর বিরুদ্বে জমি দখলের অভিযোগ উঠৈছে। এমনকি জমি দখল করতে বাধা দেওয়ায় একই পরিবারের চারজন নারী সদস্যকে মারধর করে আহত করা হয়েছে।এসব অভিযোগ তুলে শুক্রবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ফকিরহাট উপজেলার আটটাকী গ্রামের ক্ষতিগ্রস্থ শেখ আবুল হোসেন।
প্রতিপক্ষের হামলায় আহত চার নারী হলেন, জাহেদা বেগম (৪৮) লাকী বেগম (৫২)রেহানা (৩০) ও বাকপ্রতিবন্দী লাইলী বেগম (২৭)।
সংবাদ সম্মেলন আবুল হোসেন লিখিত বক্তব্য বলেন, গত ৩৫ বছর ধরে আমি আমার পৈত্রিক সম্পত্তির পাশাপাশি ফকিরহাট আট্টাকী হেলিপ্যাড সংলগ্ন রেলের সম্পত্তি ভোগ দখল করে আসছি। কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় আওয়ামীলীগ নেতাদের যোগসাজশে আমার জমি দখল করে নেয়। পরবর্তী সময়ে সরকার পতনের পর আমি জমিটি পুনরায় ফিরে পাই। আমার ভোগ দখলীয় জমিতে থাকায় অবস্থায় স্থানীয় কতিপয় সন্ত্রাসীরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করে। এ অবস্থায় আমি গত মাসের ২৭ আগস্ট আব্দুল মান্নান শেখ, ফকিরহাট উপজেলা মহিলা আওয়ামী লীগ সভা নেত্রী নূরজাহান বেগম (ভানু) ও তার স্বামী আব্দুল মান্নানের বিরুদ্বে ফকিরহাট মডেল থানায় অভিযোগ দায়ের করি। এতে ক্ষিপ্ত হয়ে ২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে আব্দুল মান্নান, নূর জাহান ভানু, বাবু, শাহিদুল, রেজা, রফিকসহ১০/১২ জন সশস্ত্র লোক আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ হামলায় আমার পরিবারের চারজন নারী সদস্য আহত হয়। আমাদের ভোগ দখলীয় জমি দখল করে তারা এখন ঘর নির্মাণ করছে। এতে আমার পরিবার আজ মারাত্মকনিরাপত্তাহীনতায় ভুগছে।আমি এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, আমার দখলীয় জমি অবিলম্বে ফেরত দেওয়া এবং হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।