নাহিদ ফরাজী, বাগেরহাটে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ এনগেজমেন্ট ফর সাসটেইনেবিলিটি (ইয়েস) এর যৌথ উদ্যোগে স্যাটেলাইট ক্যাম্পেইন, তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে কর্মসূচির শুভ উদ্বোধন করেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রকাশ কুমার মালাকার।
এসময় আরো উপস্থিাত ছিলেন সনাকের ইয়েস বিষয়ক উপকমিটির আহবায়ক ফিরোজা নাসরি ডলি, সদস্য অসীমা ঘোষসহ ইয়েস সদস্যবৃন্দ।এসময় শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে ধারণা প্রদানসহ হাতে কলমে তথ্য অধিকার আইনের আওতায় আবেদন ফরম পূরণ শিখানো ও ফরম বিতরণসহ তথ্য চেয়ে আবেদন করতে উৎসাহিত করা হয়। ওরিয়েন্টেশন শেষে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এ সময় বাগেরহাট সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ স্টল পরিদর্শণ করেন।