নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর দ্বিতীয় দিনে নানা কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের পশ্চিম পাশের ঘোড়া দিঘীতে মাছের পোনা অবমুক্ত করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম। এসময়, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা শমসের আলী মোহন, নাসির আহমেদ মালেকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।