বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পিআর পদ্বতিসহ ৫ দফা দাবীতে বাগেরহাটে তিন ইসলামী দলের পৃথক বিক্ষোভ কর্মসুচি ১৭ বছর পর বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রামপালে মহিলাদের কর্মসংস্থানে কাজ করা হচ্ছে উঠান বৈঠকে -ড. শেখ ফরিদুল ইসলাম ধর্মীয় সম্প্রীতির উৎসবে হিন্দু-মুসলিমের মিলন মেলা বাগেরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা বাগেরহাটে ডেঙ্গুতে যুবকের মৃত্যু ফকিরহাটে পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু ফকিরহাটে ইঁদুর দমন মাসব্যাপি বিশেষ অভিযানে নেমেছে কৃষি বিভাগ চীনে নদী সম্মেলনে যাচ্ছেন বাগেরহাটের পরিবেশযোদ্ধা নূর আলম দস্যু আতঙ্ক নিয়ে দুবলার চরে শুঁটকি পল্লীতে যাচ্ছে জেলেরা

বাগেরহাটে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রিপোর্টার- / ২৪ পড়া হয়েছে
সময়- সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।দিনটি উপলক্ষে সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেলে শহরের দশানি ট্রাফিক মোড়ে জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করে। মুহুর্তেই কয়েক হাজার নেতাকর্মীর মিলন মেলায় পরিনত হয়।

জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম। সভায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, সাবেক সংসদ সদস্য মজিবর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট অহিদুজ্জামান দিপু, বিএনপি নেতা খাদেম নিয়ামুল নাসির আলাপ, খান মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা প্রমুখ।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবর্ননীয় নির্যাতন করেছে। আওয়ামী লীগের নির্যাতনে বিএনপির অগনিত নেতাকর্মী শহীদ হয়েছে। আহত হয়ে জীবন-মৃ্ত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকের এই খুশির দিনে আমরা সকল নিহত নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা করছি। বিএনপির চেয়ারপার্সন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল অসুস্থ্য নেতাকর্মীদের সুস্থ্যতা কামনা করছি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন রাষ্ট নির্মানে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এই নেতা।

আলোচনা সভা শেষে জেলা বিএনপির নেতৃত্বে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক দিয়ে ভিআইপি মোড়, মিঠাপুকুরপাড়, শালতলা মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির নেতার ছবি, দলীয় পতাকা ও বিভিন্ন রং-বেরংয়ের ফেস্টুন নিয়ে অংশগ্রহন করেন।

দীর্ঘদিন পরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উন্মুক্তভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে পেরে খুশি দলীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ