নিজস্ব প্রতিবেদক, মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা ছাত্র-ছাত্রীদের সাহায্য করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাগেরহাট জেলা শাখা একটি দারুণ মানবিক উদ্যোগ নিয়েছে। শুকবার (২৪ অক্টোবর) বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শাখার উদ্যোগে একটি বিশেষ ‘হেল্প ডেস্ক’ তৈরি করা হয় এবং দিনভর তাদের তথ্য দিয়ে সাহায্য করে তারা ।
এই সেবা কার্যক্রমে পরীক্ষার জন্য আসা শিক্ষার্থীদের বিনামূল্যে কলম, খাবার জলের বোতল, পরীক্ষার কেন্দ্রে যাওয়ার রাস্তা দেখানো ম্যাপ এবং আরও প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়। ছাত্রশিবিরের এমন উদ্যোগে পরীক্ষার্থীরা খুব খুশি হয়েছে এবং স্বস্তি পেয়েছে।
ম্যাটস শাখা ছাত্রশিবিরের সভাপতি আহমেদ জুনায়েদ বলেন, “আমরা চাই যেন একজন শিক্ষার্থী কোনো চিন্তা ছাড়াই পরীক্ষা দিতে পারে। এই ছোট উদ্যোগটি তাদের সাহস ও মনোবল বাড়াতে সাহায্য করবে বলে আমরা বিশ্বাস করি।”
এই মানবিক সেবার সময় উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক আল মাহমুদ, জেলা এইচআরডি সম্পাদক আব্দুল্লাহ আল সিনান, পিসি কলেজ শাখার সভাপতি মাসুম বিল্লাহ সহ আরও অনেকে।
জেলা এইচআরডি সম্পাদক আব্দুল্লাহ আল সিনান বলেন, “শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। ছাত্রশিবির সবসময় মানুষের সেবায় এবং মানবিক কাজে এগিয়ে থাকবে।
পরীক্ষার্থীরা ছাত্রশিবিরের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে যেন এমন ভালো কাজ চলতে থাকে, সেই আশা প্রকাশ করেছে।