বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

হামাসের সাথে আলোচনায় যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প

রিপোর্টার- / ২৪ পড়া হয়েছে
সময়- শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. গাজায় যুদ্ধবিরতি বিষয়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সাথে যুক্তরাষ্ট্র গভীর আলোচনায় রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে গাজা যুদ্ধ নিয়ে ইসরাইল, হামাস ও মধ্যস্থকারীদের আলোচনা সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে ওয়াশিংটন বর্তমানে হামাসের সঙ্গে ‘খুব গভীর আলোচনায়’ রয়েছে।তিনি বলেন, আমরা বলেছি, ‘ওদের সবাইকে এখনই ছেড়ে দাও, সবাইকে ছেড়ে দাও, তাহলে ভালো কিছু হবে’। যদি হামাস গাজায় বন্দিদের মুক্তি না দেয়, তবে পরিস্থিতি জটিল হবে, খুব খারাপ হবে… এটা ইসরাইলের সিদ্ধান্ত, তবে এটাই আমার মতামত।
কড়া জবাব মিশর ও কাতারেরজিম্মিদের পরিবারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তাদের প্রিয়জনরা তরুণ, সুন্দর, কিন্তু এখন মৃত মানুষ। তারা তাদের ফেরত পেতে চায়, হয়তো জীবিত থাকলে যেমনটা চাইত, তার চেয়েও বেশি। এই চুক্তির অংশ হিসেবে অনেক মৃতদেহও ফিরিয়ে আনা হবে।’ট্রাম্প জানান, কমপক্ষে ২০ জিম্মি জীবিত আছে বলে ধারণা করা হলেও, ‘শুনছি তাদের মধ্যে কয়েকজন সম্প্রতি হয়তো মারা গেছেন। আমি চাই এই শোনা কথাটা ভুল হোক।’গত ‍বৃহস্পতিবার ট্রাম্প এক সোশ্যাল পোস্টে হামাসকে অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, হামাস যদি এটা করে, তাহলে তাদের টিকে থাকা যুক্তরাষ্ট্র মেনে নিতে পারে।
ট্রাম্প হামাসের হাতে এখন খুব বেশি জীবিত জিম্মি না থাকায় পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি সবসময় বলেছি, যখন জিম্মির সংখ্যা ১০ থেকে ২০ জনে নেমে আসবে। খুব বেশি প্রচেষ্টা না করলে আপনি তাদের সহজে ফিরে পাবেন না। আর অনেক কিছু করার অর্থ হলো আত্মসমর্পণ করা। এ বিষয়টিও ভালো নয়। এটি খুবই কঠিন পরিস্থিতি।’অক্টোবরের ৭ তারিখের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মানুষ সেটা ভুলে যায়… কিন্তু সমীকরণে সেটি খুব জোরালোভাবে রাখতে হবে।’ইসরাইলে জিম্মি বিনিময় চুক্তির পক্ষে চলমান ব্যাপক বিক্ষোভ নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, তেল আবিবের চলমান বিক্ষোভ গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরাইলের জন্য কঠিন করে তুলছে। সূত্র: টাইমস অব ইসরাইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ