বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে উদ্বোধনের আগেই জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্থ মৎস্য অধিদপ্তরের পন্টুন ও স্পিডবোট বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল, জেলা জুড়ে আনন্দের বন্যা জাতীয় হেফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ডাকাত আটক  উদ্ধার হয়নি পশুর নদীতে নিখোঁজ মার্কিন প্রবাসী নারী পর্যটকের মরদেহ বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবসে শিক্ষা উপকরন বিতরণ খুলনায় সাংবাদিকদের উপর দুবৃর্ত্তরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ক্যান্সারে ক্ষয়ে যাচ্ছে ২৬ বছরের রবিউল, চিকিৎসার টাকাও নেই  চোখের সামনে নিভে যাচ্ছে  জীবন খুলনা-মোংলা মহাসড়কে দূর্ঘটনা এড়াতে চার লেনের দাবিতে মানববন্ধন এনজিও কর্মীদের বিরুদ্ধে গৃহবধূর আংটি, নাকফুল ও বদনা নেওয়ার অভিযোগ

বাগেরহাটে উদ্বোধনের আগেই জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্থ মৎস্য অধিদপ্তরের পন্টুন ও স্পিডবোট

রিপোর্টার- / ১১ পড়া হয়েছে
সময়- বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে উদ্বোধনের আগেই গম বোঝাই কার্গো জাহাজ এমভি সানভি জারিফের ধাক্কায় মৎস্য অধিদপ্তরের পন্টুন ও স্পিডবোট ক্ষতিগ্রস্থ হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে দড়াটানা সেতু সংলগ্ন এলাকায় নোঙ্গর করা জাহাজটির দড়ি ছিড়ে পন্টুনে ধাক্কা লাগে। এতে পন্টুনের পিলার, কনক্রিটের বেজমেন্ট, স্টিলের পাথওয়ে এবং পন্টুনে থাকা স্পিডবোট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কার্গো জাহাজের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারি।

পন্টুনে ধাক্কা দেওয়া জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকার উত্তর যাত্রাবাড়ী এলাকার দিজে শিপিং লি.। তবে এ বিষয়ে কথা বলার জন্য জাহাজের কাউকে পাওয়া যায়নি।

ধাক্কা লাগার সময় পন্টুনে অবস্থান করা নৈশ প্রহরী সরওয়ার গাজী জানান, পন্টুনের সংলগ্ন শহর রক্ষা বাঁধেরর পাশে থাকা একটি নারকেল গাছ, সজিনা গাছ ও পন্টুনের একটি পিলারের সাথে দড়ি দিয়ে বাঁধা ছিল গম বোঝাই কার্গোজাহাজটি। দড়াটানা নদীতে ভাটার সময় জাহাজের দড়ি ছিড়ে নারকেল গাছ ও সজিনা গাছ উপড়ে যায়। জাহাজটি  পন্টুনে ধাক্কা দেয়, এতে বিকট শব্দের সৃষ্টি হয়। পন্টুন ও স্পিডবোটের অনেক ক্ষতি হয়।

স্থানীয় মহিদুল নামের এক ব্যক্তি বলেন, রাতে অনেক জোড়ে শব্দ টের পেয়েছি। সকালে এসে দেখি পন্টুন ভাঙ্গা। আর জাহাজটি মাঝ নদীতে বাঁধা। এত সহজে এই পন্টুন যদি ভেঙ্গে যায়, তাহলে এটা দীর্ঘদিন থাকবে কিভাবে।

বাগেরহাট জেলা মৎস্য অফিসার(অ:দা:) রাজ কুমার বিশ্বাস জানান, পন্টুনের ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য কনসালটেন্টরা পরিদর্শন করেছেন। জাহাজটি বিরুদ্ধে সাধারণ ডায়েরী করা হয়েছে। জাহাজ কর্তৃপক্ষ সংস্কারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।

জানা যায়, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের অধীনে বাগেরহাটের দড়াটানা সেতু ও কেবি বাজারের মাঝামাঝি স্থানে পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে এই পন্টুন নির্মান করে মৎস্য অধিদপ্তর। চলতি বছরের প্রথম দিকে নির্মান কাজ শেষ হলেও, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে এখনও পন্টুন ও স্পিড বোট  বুঝে নেয়নি মৎস্য অধিদপ্তর। ক্রয় ও নির্মান প্রক্রিয়া ঢাকা প্রকল্প কার্যালয় থেকে হওয়ায় স্পিডবোটের মূল্য জানাতে পারেনি জেলা মৎস্য বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ