নিজস্ব প্রতিবেদক. জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী বাগেরহাটে অভিযান চালিয়ে শামীম বিশ্বাস (৩৮) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বাগেরহাট শহরের নাগের বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সপ্তম পদাতিক ডিভিশনের আওতাধীন ২৮ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী শামীম বিশ্বাসের কাছ থেকে ৯টি দেশীয় অস্ত্র, ৫০০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাজা, নগদ ১ লাখ ৬০ হাজার ১০৮ টাকা, ৫টি মোবাইল ও ট্যাব, ২৮টি মাদক সেবন সামগ্রী এবং ৮টি সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়। আটক ব্যক্তির শামীম বিশ্বাস নাগের বাজার এলাকার জলিল বিশ্বাসের ছেলে।
পরে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।