নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট সদর উপজেলার কাশিমপুর বাজারে ১১ দলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ডেমা ইউনিয়ন জামায়াত ইসলামির সভাপতি তুহিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দল মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত।
জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা আমির মাওলানা রমিজ উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি জেলা আহবায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, জামায়াত নেতা অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ,অধ্যাপক রেজাউল করিম, মাওলানা মিজানুর রহমান মল্লিক,জামাত নেতা মাওলানা সাহিদুল আলম, মাওলানা লিয়াকাত হোসেন, শ্রমিক নেতা অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি নির্বাচিত হলে জনগণের সেবক হয়ে কাজ করব, বাগেরহাটের সকল প্রবাহমান খাল দখল মুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।