নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের শরণখোলায় কুড়াল, হাতুড়ি, ছুরিসহ ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৪৩ হাজার জাল টাকা এবং ৪টি মুঠোফোন জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন ও শরণখোলা থানা পুলিশ যৌথ অভযান চালিয়ে এসব জব্দ করে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার (২৬ নভেম্বর) রাতে
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞিপ্তিতে এসব তথ্য জানান।
তিনিনবলেন, গোপন সংবাদের বুধবার (২৬ নভেম্বর) ভোরে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৪৩ হাজার জাল টাকা এবং ৪টি মুঠোফোন জব্দ করা হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ মালামাল শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।