মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটে একতা আন্ত: কল্যাণ সেবা সংঘের উদ্যোগে ৫ শতাধিক শীতার্ত পরিবার পেল কম্বল বাগেরহাট যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের ১০৩ তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন বাগেরহাট সংসদীয় ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক আলী হুসাইন সহ ১২ সদস্য পদত্যাগ সুন্দরবনে ১২ মন অবৈধ কাকড়াসহ ৫ ব্যবসায়ী আটক বাগেরহাটে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু সুন্দরবনে কাকড়া ধরার অভিযোগে আটক ২ বাগেরহাটে আট দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুন্দরবনে হৃদরোগে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু বাগেরহাটে শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

২ লাখ টাকা চাঁদা না পেয়ে ওষুধের দোকানে অগ্নিসংযোগে ক্ষতি ৩৫ লাখ টাকা

রিপোর্টার- / ১১১ পড়া হয়েছে
সময়- শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোল্লাহাটে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক পল্লী চিকিৎসকের ওষুধের দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার ভান্ডারখোলা বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পল্লী চিকিৎসক যুগল কৃষ্ণ বসু।

ভুক্তভোগী যুগল কৃষ্ণ বসু জানান, শাশ্বত সম্প্রীতি যুব সংঘের সভাপতি প্রলয় মজুমদার কৃপা (৩৫) ও তার সহযোগী কয়েকজন দুর্গাপূজা উপলক্ষে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৪ অক্টোবর (শনিবার) সন্ধ্যার আগে তাকে দোকান থেকে বের করে মিথ্যা মেয়েলি অভিযোগ তুলে অপমান করা হয়। এ সময় তাকে মারধরও করা হয় এবং দোকান ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

যুগল কৃষ্ণ বলেন, বৃহস্পতিবার গভীর রাতে দোকানে আগুন লাগার ঠিক আগ মুহূর্তে ওই যুবকদের দোকানের আশেপাশে ঘোরাফেরা করতে দেখি। কিছুক্ষণ পরেই দোকানে আগুন ধরে যায়। কয়েক মিনিটের মধ্যেই দোকানের সব ওষুধ, ফার্নিচার ও স্টিল আলমারি পুড়ে ছাই হয়ে যায়।

তিনি দাবি করেন, এতে তার প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।থানায় অভিযোগ করতে গেলে পুলিশ আমাকে অজ্ঞাতনামা মামলা করার পরামর্শ দিয়েছে। তাই শনিবার পুলিশ সুপার বরাবর অভিযোগ দেব, বলেন যুগল কৃষ্ণ বসু।

এ বিষয়ে শাশ্বত সম্প্রীতি যুব সংঘের সভাপতি প্রলয় মজুমদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল হক বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল আমরা সরেজমিনে পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ