নিজস্ব প্রতিবেদক ,খুলনা
খুলনায় রেসিলিয়েন্ট ইন্সটিটিউশন ফর স্কেলিং আপ এমপাওয়ারমেন্ট (RISE) প্রকল্পের আওতায় ৩ দিনের কর্মসূচি ব্যবস্থাপনার উপর সক্ষমতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। লিডার্স এর আয়োজনে সিএসএস আভা সেন্টারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
যুক্তরাজ্যের অর্থায়নে দাতা সংস্থা কমিক রিলিফ কর্তৃক পরিচালিত প্রকল্পটি সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জেলায় বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠান উদ্বোধন করেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বিতান কুমার মণ্ডল এবং সভাপতিত্ব করেন লিডার্স-এর নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মণ্ডল।
প্রশিক্ষণের লক্ষ্য ছিল প্রাতিষ্ঠানিকসক্ষমতা জোরদার করা এবং লিডার্সটিমের সদস্যদের পেশাদার দক্ষতা বৃদ্ধি করা যাতে তারা আরও কার্যকর, দক্ষ এবং টেকসই কর্মসূচি বাস্তবায়ন করতে পারে।
আলোচিত মূল বিষয়গুলির মধ্যে ছিল জলবায়ু পরিবর্তন বিজ্ঞান, অভিযোজন এবং প্রশমন, স্থিতিস্থাপক কৃষি, ফসল বৈচিত্র্য, ওয়াশ এবং সংঘাত সংবেদনশীলতা ইত্যাদি।
বিশেষজ্ঞ সহায়তাকারীরা হলেন খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মোছাদ্দেক হোসেন, কৌশিক রায়, বুলবুল হোসেন, অসিত মণ্ডল, পিন্টু কুমার দত্ত, শারমিনআরালিনা, জয়দেব জোদ্দার, এবি এম জাকারিয়া এবং মোহন কুমার মণ্ডল।
RISE প্রকল্প এবং অন্যান্য প্রোগ্রামের কর্মীগণ সক্রিয়ভাবে গ্রুপ ওয়ার্ক, কেস স্টাডি এবং অন্যান্য আলোচনা ও কার্যক্রমে অংশগ্রহণ করেছেন যার ফলে এই প্রশিক্ষণটি সমৃদ্ধ এবং সহযোগিতামূলক একটি শিক্ষণ অভিজ্ঞতায় পরিণত হয়েছে। প্রকল্পটি বর্তমানে মোংলা (বাগেরহাট), কয়রা ও দাকোপ (খুলনা) এবং শ্যামনগর (সাতক্ষীরা) – এলাকাতে বাস্তবায়িত হচ্ছে।
জ্বীম/ এম,এস