নিজস্ব প্রতিবেদক. বিএনপি দলীয় বাগেরহাটের সাবেক জনপ্রিয় এমপি এমএইচ সেলিম বিএনপির দেয়া ৩১দফা দাবী সম্বলিত লিফলেট বিতারন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াররোগমুক্তি কামনা করে দোয়া করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর)বিকেলে বাগেরহাট সদরের দেপাড়া এলাকায় বেলায়েত হোসেন ডিগ্রী কলেজক্যাম্পাসে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেলায়েতহোসেন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা এম এ এইচ সেলিম। জেলা যুবদলের সাবেক সভাপতি ফকিরহাট ফকির তারিকুল ইসলামের সভাপতিত্বে দোয়াঅনুষ্ঠান পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মাহাবুবুর রহমান টুটুল, অ্যাডঃ আব্দুস সবুর, জেলা মহিলা দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতিশিরিনা আক্তার, রেহেনা আক্তার লাকি, বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলেরসাধারন সম্পাদক মোঃ শহীদুল ইসলামসহ স্থানিয় বিএনপিও তার অংঙ্গ সহযোগিসংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় এমএ এইচ সেলিমের দুই ছেলে মেহেদী হাসানপ্রিন্স ও সামিট হাসান উপস্থিত ছিলেন। পরে বিএনপির চেয়ারপার্সন সাবেকপ্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করাসহ উপস্থিত জনসমাবেশে বিএনপির দেয়া ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতারন করাহয়।