নিজস্ব প্রতিবেদক. জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী জেলা শাখা।আপস.বুধবার (অক্টোবর) সকালে বাগেরহাট আদালত চত্বরের সামনে মানববন্ধন কর্মসূচিতে জামায়েত ইসলামে নেতৃবৃন্দ অংশ নেয়।মানববন্ধনে বক্তব্য দেন জেলার জামায়াতের আমীর মাওলানা মো. রেজাউল করিম, সেক্রেটারি মোঃ ইউনুস শেখ, ৩ আসনের মনোনয়ন প্রাপ্ত এডভোকেট ওয়াদুদ সহ আরো অনেকে।বক্তারা বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে এই সরকারকে আমাদের পাঁচ দফা দাবি মানতে হবে।তা না হলে আবারো ফ্যাসিবাদি দোসররা মাথাচাড়া দিয়ে উঠবে। অনতিবিলম্বে পাচ দফা দাবি বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান ভক্তারা।৫ দফা দাবির মধ্যে রয়েছে,জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, পিয়ার পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ও দুর্নীতির বিচার করা ও জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।