নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোংলা উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে নয়মী বিশ্বাস (২৫) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুরে খুলনা-মোংলা রেললাইনের দিগরাজ বিদ্যার বাহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ।
নিহত নয়মী বিশ্বাস (২৫) মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের দিনেশ বিশ্বাসের মেয়ে।স্থানীয় বাসিন্দা ও ট্রেন চালকের বরাদ দিয়ে মোংলা রেল স্টেশনের স্টেশন মাস্টার এস এম মনির আহমেদ বলেন, মারা যাওয়া তরুণী দৌড়ে এসে ট্রেনের নিচে ঝাপ দেয়। মুহুর্তের মধ্যেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্চে তিনি আত্মহত্যা করার জন্য ট্রেনের নিচে ঝাপ দিয়েছেন। রেল পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে তার পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়েছে।