সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাট যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের ১০৩ তম প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন বাগেরহাট সংসদীয় ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক আলী হুসাইন সহ ১২ সদস্য পদত্যাগ সুন্দরবনে ১২ মন অবৈধ কাকড়াসহ ৫ ব্যবসায়ী আটক বাগেরহাটে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু সুন্দরবনে কাকড়া ধরার অভিযোগে আটক ২ বাগেরহাটে আট দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সুন্দরবনে হৃদরোগে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু বাগেরহাটে শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এইচ সেলিমের পক্ষে দোয়া চাইলেন ছেলে মেহেদী হাসান প্রিন্স

বাগেরহাটে ‘১৬ ডেস অফ এক্টিভিজম’ নারী নির্যাতন প্রতিরোধে বাদাবন সংঘের র‍্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রিপোর্টার- / ৯৯ পড়া হয়েছে
সময়- শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

নিজেস্ব প্রতিবেধক, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল ২৫ উদযাপন উপলক্ষে বাগেরহাটে পালিত হয়েছে বৈশ্বিক সচেতনতা কর্মসূচি ‘16 day’s of Activism Against gender based violence’। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১২ টায় বাগেরহাট প্রেসক্লাব চত্বর থেকে র‍্যালি বের হয় । র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল লিঙ্গ–ভিত্তিক সহিংসতা প্রতিরোধে নানা বার্তা লেখা পোস্টার। র‍্যালিটি বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল মিলনায়তনে এসে শেষ  এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ।

এসময় উপস্থিত ছিলেন,  বাদাবন সংঘের জেলা সমন্বয়কারী সুরাইয়া আক্তার, প্রোগ্রাম অফিসার নাঈনা জাহান, কানিজ ফাতিমা তামান্না, প্রোগ্রাম অর্গানাইজার আখি আক্তার, ইয়াসমিন সুলতানা, শেখ নবিউন জাম্মান অয়ন, ইন্টার্ন তাহমিনা তুলি ও অফিস সহকারী শাহানা বেগমসহ মোট ১০ গ্রুপের অর্ধশতাধিক  সদস্যরা অংশ নেন।

 

র‍্যালি শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত  আলোচনা অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় বাদাবন সংঘের জেলা সমন্বয়কারী সুরাইয়া আক্তার বলেন, 16 day’s of Activism Against gender based violence’ হলো নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে একটি বিশ্বব্যাপী আহ্বান। প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। লিঙ্গ–ভিত্তিক সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বাড়াতে ও সবাইকে একসঙ্গে কাজ করার বার্তা ছড়াতেই আমাদের এই আয়োজন।

তিনি আরও বলেন, সহিংসতামুক্ত সমাজ গড়তে শুধু প্রচারণা নয়, পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে মানসিক পরিবর্তন জরুরি।

অংশগ্রহণকারীরা বলেন  করেন, প্রতিবছর ‘১৬ ডেস অফ এক্টিভিজম’ পালনের মাধ্যমে সমাজে সহিংসতা প্রতিরোধের বার্তা আরও দূরে পৌঁছাবে এবং নারী-শিশুসহ সকল মানুষের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ গড়ে উঠবে। অনুষ্ঠানের মধ্য দিয়ে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ