মোল্লাহাট প্রতিনিধি. বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৪নং কুলিয়া ইউনিয়নে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ডালিম ফকির, উপজেলা বিএনপি নেতা মেজবা উদ্দিন সরদার, ইকবাল হোসেন লাহু, হোসাইন আহমেদ তাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক পাভেল মাহমুদ পরশ, উপজেলা যুবদলের আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা মোঃ জাহিদুল ইসলাম, ইমরান হোসাইন, মোল্লাহাট উপজেলা স্বেচ্ছাসেবক দল ও বিএনপি এবং এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হোসেন।
কর্মীসভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের মধ্য থেকেই ভবিষ্যতের নেতৃত্ব গড়ে উঠবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
সভায় নেতারা আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে স্বাধীনতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ দল। যারা একাত্তরে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তারা আগামীতে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। এদেশের মানুষ স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনায় বিএনপিকে ক্ষমতায় আনবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের পক্ষ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সর্বাত্মক ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।