নিজস্ব প্রতিবেদক,
যে বয়স স্বপ্ন দেখার, সেই বয়সেই তরুণেরা যদি নবী করিম (সা.)-এর জীবনাদর্শকে হৃদয়ে ধারণ করে সমাজ বদলের শক্তি তখন অন্য মাত্রা পায়। সরকারি পিসি কলেজে সেই দৃশ্যটাই দেখা গেল সিরাত বিষয়ক কুইজ প্রতিযোগিতা–২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে হলরুমটি যেন রূপ নিয়েছিল শিক্ষাবৃত্তি, অনুপ্রেরণা আর ধর্মীয় চেতনার প্রাণবন্ত মিলনমেলায়।
নবী করিম (সা.)-এর আদর্শ তরুণ প্রজন্মের মনে স্থায়ীভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ শাখা আয়োজিত ‘সিরাত বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৫ এর বর্ণিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (১৮ নভেম্বর) কলেজের ১১৬ নম্বর হলরুমে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে বিজয়ী উত্তীর্ণদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাখা সভাপতি মু. আলিফ আহসান। সঞ্চালনায় ছিলেন মুজাহিদুল ইসলাম ও নওশের ইসলাম।
বক্তারা শিক্ষার্থীদের চরিত্র গঠন, নৈতিকতা ও জীবন পরিচালনায় সিরাত চর্চার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মারজান বলেন, নবীজি (সা.)-এর নৈতিক নেতৃত্ব, উত্তম চরিত্র ও মানবিকতার অনুসরণই উন্নতি ও শান্তির মূল চাবিকাঠি। তার ভাষায়, যে জাতি নবীজীর আদর্শকে আঁকড়ে ধরে, আল্লাহ তাদের সঠিক পথে পরিচালিত করেন।
বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বলেন, বর্তমান সময়ে তরুণদের সুস্থ চিন্তাচর্চা ও মূল্যবোধ গঠনে সিরাতভিত্তিক প্রতিযোগিতা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।
প্রধান বক্তা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি এইচ এম মুহাম্মাদুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নবীজীর জীবনদর্শনই সত্যিকারের জ্ঞানের আলো। সিরাত চর্চা তরুণদের জীবন ও ভবিষ্যৎকে বদলে দিতে পারে।
পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের আগ্রহ, উত্তেজনা এবং ধর্মীয় জ্ঞানচর্চার প্রতি উৎসাহ ছিল স্পষ্ট। বিজয়ীরা যেমন আনন্দিত, তেমনি অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফারুক হোসেন, সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসেন, জয়েন্ট সেক্রেটারি মুফতী নুরুজ্জামানসহ সংগঠনের জেলা ও শাখা নেতৃবৃন্দ।
শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।