বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

 বাগেরহাটে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ ও সনদ বিতরণ

রিপোর্টার- / ৭৩ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক. যে কোন দুর্যোগে ব্যবসা-বাণিজ্য সচল রাখা এবং ক্ষয়ক্ষতি হ্রাসের লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বাগেরহাটে অনুষ্ঠিত হলো দিনব্যাপী সতেজকরণ প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান।

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) সেইফটি সেল যৌথভাবে পর্যটন মোটেল এন্ড ইয়ুথ ইন, বাগেরহাটে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক  আহমেদ কামরুল হাসান।  অংশগ্রহণকারী ব্যবসায়ী প্রতিনিধিদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন প্রধান অতিথি।
তিনি বলেন,“দুর্যোগের সময় ব্যবসা সচল রাখা ও ক্ষয়ক্ষতি কমাতে বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধিই টেকসই অর্থনীতির চাবিকাঠি। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ দুর্যোগ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। এসময় তিনি স্বেচ্ছাসেবকদের জেলা প্রশাসনের কার্যক্রমের সাথে যুক্ত করা হবে বলে উল্লেখ করেন।”

বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) সেইফটি সেল-এর আহবায়ক মনিরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর  মোঃ মনজুর কাদের খান।

কাদের খান বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশিপ (বিপিপি) প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও অর্জন তুলে ধরেন। তিনি বলেন, “দুর্যোগের পূর্বপ্রস্তুতি ও ঝুঁকি মূল্যায়নের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দুর্যোগ মোকাবেলায় নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ব্যবসায়ী মহলে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।”

তিনি বিপিপি প্রকল্পে আর্থিক সহায়তার জন্য গেটস ফাউন্ডেশন এবং কারিগরি সহায়তার জন্য এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (এডিপিসি)-কে ধন্যবাদ জানান। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বাগেরহাট প্রাইভেট সেক্টর ইমারজেন্সি রেস্পন্স টিম (PERT)-এর সদস্যগণ যারা ইতোপূর্বে সংশ্লিষ্ট বিষয়ে তিন দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বিসিসিআই সেক্রেটারি জনাব নূরুল আলম, Private Sector Emergency Response Team (PERT) লিডার এস এম রকিবুল হাসান এবং এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রশিক্ষণ ও প্রশাসন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ