ফকিরহাট প্রতিনিধি. বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগে ফাতেমা বেগম হত্যায় নিহতের স্বামী ও ভাসুরকে অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়ার কাটাখালী এলাকার বাসিন্দা ও ফাতেমা বেগম হত্যা মামলার আসামী স্বামী ইছা মোল্লা এবং ভাসুর মুছা মোল্লাকে গ্রেপ্তারের দাবী জানানো হয়।
মানববন্ধনে অন্যদের মধ্যে নিহতের বাবা মারুফ শেখ, স্থানীয় আতিয়ার শেখ, আসলাম শেখ, ইবারাত শেখ, মিরাজ শেখ, শরিফুল শেখসহ অসংখ্য নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মানবন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, অবিলম্বে নিহত ফাতেমা বেগমের স্বামী ইছা মোল্লা ও ভাসুর মুছা মোল্লাকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের ফাঁসির বিচার দাবী করেন।