বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন

বাগেরহাটের চিতলমারীতে শিক্ষকের বাড়িতে ডাকাতির অভিযোগ

রিপোর্টার- / ২৩ পড়া হয়েছে
সময়- বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
আলোর পথে | তথ্যই শক্তি-সততায় মুক্তি
আলোর পথে | তথ্যই শক্তি-সততায় মুক্তি

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের চিতলমারীতে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মুকুল ঢালীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) দিবাগত রাত ৩ টার উপজেলারর খিলিগাতী  গ্রামে  দিকে ডাকাতির ঘটনা ঘটে।এসময় নারীদের হাত-পা বেধে ডাকাতরা নগদ টাকা ও  ৮ ভরি স্বর্নালংকার নিয়ে যায়। এখবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

গৃহকর্তা অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মুকুলের ঢালী জানান, মঙ্গলবার গভীর রাতে আমার স্ত্রী শিক্ষিকা কাকলি ঢালী  বাথরুমে যায়। এসময় কৌশলে ডাকাত দলের ৩-৪ জন সদস্য  ঘরে প্রবেশ করে । একপর্যায়ে আমার স্ত্রীকে  শারীরিক নির্যাতন করে। আমি টের পেয়ে তাকে উদ্ধার করতে গেলে, ডাকাতরা আমাকেও মারপিট করে। তখন তারা আমি সহ  আমার স্ত্রী , বৃদ্ধ  মাকে এক রুমে হাত পা মুখ বেঁধে  নির্যাতন চালায় ও ঘরের আলমারি শোকেস ভেঙে  তছনছ করে  ৮ ভরি সোনা নগদ টাকা নিয়ে ডাকাত দল পালিয়ে যায়।  পরে আমাদের আর্তনাদে এলাকাবেশি এসে উদ্ধার করে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকেয়া খানম জানান, এটা একটা চুরির  ঘটনার মত। আমি ঘটনাস্হল পরিদর্শন করেছি। ঘটনার তদন্ত চলছে। ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ