নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের সদর উপজেলায় কাড়াপাড়া ইউনিয়নের ফুলতলা নুরুল উলুম ইসলামিয়া কওমিয়া মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে প্রধান গেট এবং অফিস কক্ষের তালা ভেঙে মাদ্রাসায় প্রবেশ করে চোরেরা। এসময় আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ ১২ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়।
ফুলতলা নুরুল উলুম ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার তত্ত্বাবধায়ক মাওলানা খলিলুর রহমান জানান, আনুমানিক রাত একটা থেকে চারটার ভিতর কোনো এক সময় প্রধান গেট ভেঙে হেফজখানার শিক্ষার্থীদের বাইরের থেকে আটকিয়ে দেয়। পরে অফিস কক্ষের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে তিনটি স্টিলের আলমারি এবং দুটি ডেস্ক ভেঙে নগদ ১২ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে যায়। চোরেরা অফিসের ভিতরে সব কিছু তছনছ করে রেখে যায়।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগও পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।