বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১০:২২ অপরাহ্ন

শরণখোলায় পুলিশকে ধাক্কা দিয়ে পালানো আসামী ৬ঘন্টা পরে খুলনা থেকে গ্রেপ্তার

রিপোর্টার- / ১৬ পড়া হয়েছে
সময়- রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক.  বাগেরহাটের শরণখোলা থানার হাজত থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া আসামী মোঃ বাইজীদ (২০)কে আটক করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা শহরের হরিণটানা জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে এদিন সকালে টয়লেটে যাওয়ার অজুহাতে হাজতখানার দায়িত্বে থাকা পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায় বায়জিদ।আটক মোঃ বাইজীদ শরণখোলা উপজেলার নলবুনিয়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে বাইজীদ (২০)।শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে বায়জিদকে মাদকসহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা। পরে মামলা দিয়ে তাকে থানা হাজতে রাখা হয়।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল্লাহ জানান, পলাতক আসামি বাইজীদের বিরুদ্ধে আরও একাধিক মাদক মামলা রয়েছে। সকালে টয়লেটে যাওয়ার অজুহাতে দায়িত্বে থাকা পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায়। বিকেলে খুলনার জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।আসামী পালানোর ঘটনায় কোনো প্রকার অবহেলা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বাগেরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ