বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

বিশ্ব দৃষ্টি দিবসে মোংলায় বিনামুল্যে সেবা

রিপোর্টার- / ৪২ পড়া হয়েছে
সময়- বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

মোংলা থেকে মোঃ নূর আলম. বিশ্ব দৃষ্টি দিবসে বাগেরহাট জেলার মোংলা উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং আয়োজনে র‌্যালী ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে র‌্যালী শেষে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিশ্ব দৃষ্টি দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  আবাসিক মেডিকেল অফিসার ডা. বুলেট সেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাক স্বাস্থ্য কর্মসুচির এলাকা ব্যবস্থাপক মোঃ শামীম হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য করেন স্বাস্থ্যকর্মী শামসুল আলম,  সনৎ কুমার, আবু জাফর প্রমূখ।

বিশ্ব দৃষ্টি দিবসের উদ্বোধনী অনুষ্ঠান ও র‌্যালীতে অংশগ্রহণ করেন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাক সহ বিভিন্ন এনজিও এর প্রতিনিধিগন এবং সমাজের বিভিন্ন পযার্য়ের ব্যক্তিবর্গ।

র‌্যালী শেষে বক্তব্যে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোঃ শামীম হোসেন বলেন-চোখের যত্ন, দৃষ্টিশক্তি রক্ষা এবং অন্ধত্ব প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য প্রতিটি গ্রামে ব্র্যাকের পক্ষ থেকে ফ্রি চক্ষু পরীক্ষা ক্যাম্প করা হচ্ছে।সভাপতি ও প্রধান অথিতি উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  আবাসিক মেডিকেল অফিসার ডা. বুলেট সেন বলেন বিশ্বে প্রতি ৭ জনে ১ জন মানুষ দৃষ্টিশক্তি-সংক্রান্ত কোনো না কোনো সমস্যায় ভোগেন। অথচ, এই সমস্যার একটি বড় অংশ প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য।সময়মতো চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে চোখের অনেক জটিল সমস্যাই এড়ানো সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ